সাইদুল ইসলাম ফাহাদ, কক্সবাজার থেকে
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার সকালে শহরের মধ্যেম কলাতলীর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রাসেলের ঘর থেকে এই ইয়াবাসহ রাসেলের ছোট ভাই ও মাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, শহরের কলাতলীর এলাকার শামসু আলমের স্ত্রী ফাতেমা (৪০) শামসু আলমের ছোট ছেলে সাইফুল ইসলাম (১৭) বলে জানান অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক দস্তগির জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর সার্কেলের এসপি মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় রাসেল এর ঘর থেকে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ইয়াবাকারবারি ফাতেমা ও তার ছেলে সাইফুলকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com