বার্তা প্রেরক
টেকনাফ সদর ইউনিয়ন বাসী কে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১নং ওয়ার্ড হতে জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী সৎ সাহসী ও তরুণ প্রজন্মের অহংকার মোঃ ইয়াকুব। টেকনাফ ৭১ কে এক ক্ষুদে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতি বছর রমজান শেষে আমাদের মুসলমানদের জন্য ঈদ আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে সমাজের সর্ব স্থরের মানুষের মাঝে। কিন্তুু এই বছর আসলে ও করোনা পরিস্থিতির কারণে বিশালন্তের উদযাপন না করে স্ব্যাস্থ বিভি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হচ্ছে জীবন কে বাচানোর জন্য। যার কারণ আমাদের আনন্দের প্রাপ্তি টুকু হতে আমরা বাদপড়েছে। তার পরেও সকল কে স্ব স্ব অবস্থান হতে ঈদ আনন্দে মেতে উঠার আহবান জানায়। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে
মোঃ ইয়াকুব
মেম্বার পদপ্রার্থী
১নং ওয়ার্ড টেকনাফ সদর ইউনিয়ন।
Leave a Reply