বার্তা প্রেরক
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৯ মে ( রবিবার ) ইফতারের পর পরে লেদা জাফর মার্কেটের মুদির দোকান সহ বিকাশ ব্যবসায়ী বেলাল হোছাইন (১৭) কে কিছু অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়েগেছে বলে দাবী করেছেন তাহার পিতা কবির আহাম্মদ। সে হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসীন্দ বলে জানাগেছে। তাকে ঐ দিন হতে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছে না।
কেউ যদি তাহার সন্ধান পেয়ে থাকলে তাহার ভাই বা পরিবার কে ( ০১৮৫৭ ৩৯ ২৬ ৭৪) নম্বারে যোগাযোগ করার জন্য তাহার পরিবারের পক্ষ হতে অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে ছেলে নিখোঁজের দিন হতে তাহার মা খানা ফিনা ছেড়ে অসুস্থ হয়ে পড়েছেন। আবারো উল্লেখ করা হচ্ছে যে যদি কেউ বেলাল হোছাইন কে দেখে থাকেন বা নিয়ে থাকেন উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য বল হয়েছে।
আবেদন কারি...
কবির আহাম্মদ
৯নং ওয়ার্ড হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com