অভি বড়ুয়া, রাংগামাটি প্রতিনিধি ::
আধুনিক মানের নান্দনিক পরিবেশে গতকাল শুভ উদ্ভোদন হলো, সুখবিলাস মুক্তিযোদ্ধা পার্ক রেস্টুরেন্ট। যেখানে পাওয়া যাবে দেশ-বিদেশের রুচিসম্মত হরেক রকমের খাবার। থাকবে বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ ও এশিয়ান খাবার। প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে। রাঙামাটি-বান্দবারবান সড়কের উত্তর পদুয়া এলাকায় এই রেস্টুরেন্টটি স্থাপিত হয়েছে। গতকাল এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন,আজ থেকে পুরাদমে চলচ্ছে রেস্টুরেন্টটি।
স্হানীয়দের সূত্রে জানা গেছে, উন্নতমানে রেস্টুরেন্ট ঘরের কাছে হওয়াতে এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, তাতে তারা আনন্দিত এবং জনাব ড.হাছান মাহমুদ এমপি মহোদয় ও শ্রদ্ধাভাজন এরশাদ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানালেন ও দোয়া করলেন।
জনাব ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের স্নেহের ছোটভাই,বাংলাদেশ মানবাধিকার সংস্থার সম্মানিত যুগ্ম মহা-সচিব,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য,সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান, চ্যানেল আই এগ্রো এওয়ার্ড প্রাপ্ত “পরিবর্তনের_নায়ক” জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য ও কৃষি খামারী, শ্রদ্ধাভাজন জনাব আলহাজ্ব এরশাদ মাহমুদ সাহেব মহোদয় নিজে উপস্থিত থেকে ” সুখবিলাস মুক্তিযোদ্ধা পার্ক এন্ড রেস্টুরেন্ট ” -টি উদ্ভোধন করলেন।
রেস্টুরেন্টে অগ্রযাত্রা শুভকামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তখন আলহাজ্ব এরশাদ মাহমুদ সাহেব বললেন, ” সবাইকে ঈদের শুভেচ্ছা। যারা রেস্টুরেন্ট তৈরিতে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের প্রয়াসে ঘরে উঠা রেস্টুরেন্টকে আরও দৃষ্টিনন্দন করতে, মেহমানদের মনোরম পরিবেশ তৈরিতে, আমন্ত্রিত অতিথিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে রেস্টুরেন্টের সাথে জড়িত ও এলাকাবাসীদের সহযোগীতা কামনা করচ্ছি। আপনাদের সাদরে আমন্ত্রিত ও আন্তরিকতাপূর্ণ ব্যবহার নিয়ে আমরা আপনাদের সেবাই নিয়োজিত থাকব। এই রেস্টুরেন্টে খাবার সকল শ্রেণির মানুষের হাতে নাগালে থাকবে, এবং রেস্টুরেন্টে সার্বিক উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করচ্ছি।##
Leave a Reply