নাছির উদ্দীন রাজ, আরাফাত সানি
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামি আটক করেছে। ১৬ মে (রবিবার) সকাল ৮ ঘটিকার সময় মোঃ মীর নজির ওরপে নজির আহাম্মদ কালুর পুত্র মোঃ আবু তাহের (৩৫) ও ৬ ঘটিকার সময় কালা চাঁদের পুত্র বশির আহাম্মদ কে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই খালেদ ও এ এস আই শাখাওয়াত এবং অপর অভিযানে এস আই যায়েদ হাসান, এ এস আই শাখাওয়াত এর নেন্তৃন্তে তাদের আটক করে। আটক কৃতরা সাবরাং আছার বনিয়া ও দক্ষিণ নয়া পাড়ার বাসীন্দ বলে জানাগেছে। তাদের মধ্যে আবু তাহের ৬ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আসামি, অপর বশির আহাম্মদ ১বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছেন পুলিশ। আটক কৃতদের আইনি প্রক্রীয়া শেষে কক্সবাজার জেলা আদালতে সুপার্দ করা হয়েছ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com