নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজন কে গ্রেফতার করেছেন। রাতে এক অভিযানে তাদের আটক করতে সক্ষম হন চৌকস পুলিশ অফিসার এস আই রফিকুল ইসলাম রাফির নেন্তৃন্তে সঙ্গীয় ফোর্স।পুলিশ বলছে তাদের কাছ থেকে অস্ত্র ১টি ও কিরিচ উদ্ধার করা হয়েছে। আটক কৃতরা হলেন, সোনা মিয়ার পুত্র আবদু ছালাম প্রঃ পুতিইন্যা (৩২),মৃত আব্দুর সাত্তারের পুত্র সোনা মিয়া (৫৬) সাং রংগীখালী, আমির হোছাইনের পুত্র রবিউল আলম প্রঃ রবি আলম,নাটমুরা পাড়া। আটক কৃতদের আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা কারাগার পাঠো হবে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, মাদক,সন্ত্রাস,ও অস্ত্র ধারিদের ছাড় দেয়া হবেনা।
Leave a Reply