মোঃ আরাফাত সানী, টেকনাফ
টেকনাফে বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) বালক ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন টেকনাফ পৌরসভা ফুটবল দল।
(শনিবার) ২৯ মে দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল লেখায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রিড়া অফিসার মাঈন উদ্দীন মিলকী, উপজেলা ক্রিড়া সংস্থার সাঃ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা একাডেমি সুপার ভাইজান নুরুল আবসার, উপজেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি ফরহাদুজ্জামান ফরহাদ, টেকনাফ খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ আলম বাহাদুর, টেকনাফ গ্রীণ এনভায়রণমেন্ট মুভমেন্ট সাঃ সম্পাদক নুরুল আমিন,
উক্ত খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায়
ট্রাইব্রেকারে হোয়াইক্যং ইউনিয়ন কে হারিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টেকনাফ পৌরসভা ফুটবল একাদশ।
ফাইনালে ম্যাচে প্রধান রেফারির দ্বায়িত্বে ছিলেন মাহমুদ উল্লাহ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, টকনাফ যেহেতু মাদক ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা তাই আমাদের খেলাধুলা কোন বিকল্প নাই। তাই তিনি সকলকে ভেদাভেদ ভুলে ক্রিড়া উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com