আহাম্মদ উল্লাহ রিয়াদ,টেকনাফ
আগে দেখা যেত, জাতীয় দলে যেসব ক্রিকেট তারকার জায়গা হতো; তাদের শতভাগ শহুরে পরিবেশে বেড়ে ওঠা। কিন্তু এখনকার সময়টা একদম বদলেছে। একেবারে অজপাড়াগা, প্রান্তিক গ্রাম থেকে কেউ যদি ভালো খেলে তার লাগাম ধরে রাখা যায় না। গ্রাম থেকে ইউনিয়ন, সেখান থেকে উপজেলা, এরপর জেলা, তারপর বিভাগীয় পর্যায়,সবশেষে মূলধারার ক্রিকেটাঙ্গনে খেলার সুযোগ মেলে অনেকের।
পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের সবগুলো ধাপ পেরিয়ে জাতীয় ক্রিকেট টিমে জায়গা হয় অনেকের।
এমন হতে যাচ্ছে আজিজুল হক(১৫)এর,
পিতা আব্দুল কাদের মাতা আনোয়ারা বেগম যার বাড়ি শামলাপুর ডালার মুখ টেকনাফ বাহারছড়া। একদম প্রত্যন্ত একটি গ্রামে। জাতীয় পর্যায়ে বাছাই পর্বে সুযোগ পেয়েছে।
খবরটা শোনে পিতা মাতাও আত্নীসজন আনন্দে মেতে উঠেছে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন করতে যাচ্ছে।
বড় ভাই আবদুল মজিদ বলেন,আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই আজিজুল হক আমাদের অনেক কষ্ট সাধনা পরে দীর্ঘদিনের আমাদের স্বপ্ন পূরন করতে যাচ্ছে।তিনি আরো বলেন আজ অজপাড়া গ্রাম থেকে উঠে আসা বিশ্বমাতানো মুস্তাফিজের কথা। আমার ভাই ঠিক তার মত বাঘের মত উঠে আসবে সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন.....
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com