নিজস্ব প্রতিনিধি,টেকনাফ
কক্সবাজারে টেকনাফে বৃক্ষরোপনের মাধ্যমে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ উপজেলা শাখা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
৫জুন (শনিবার) বিকাল ৪টায় বিশ্ব পরিবেশ দিবস-২০২১ইং উপলক্ষ্যে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি সাবেক ছাত্র লীগ নেতা তারেক মাহমুদ রনি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিনের নেতৃত্বে সচেতনতামূলক র্যালী হ্নীলা ষ্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সবুজ শ্যামলে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে পুরো দেশে সবুজ-শ্যামল বনায়ন ও পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তারেক মাহমুদ রনি, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ওমর ছিদ্দিক, আবছার, মোঃ নাছির, এ.এম. মাঈনুল ইসলাম ও আইয়ুব আলী প্রমুখ।
এতে বক্তারা বর্তমান বন ও পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ, বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অজ্ঞতার কারণে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এখন যা আছে তা একেবারেই অপ্রতুল। তাই আগামী প্রজন্মের সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য বৃক্ষরোপন ও প্রাকৃতিক সম্পদ রক্ষার বিকল্প নেই। আসুন আজ বিশ্ব পরিবেশ দিবসে আগামীতে শিশুদের বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গিকার নিয়ে বনভূমি রক্ষার ব্যাপারে সবাই সোচ্চার হই। এরপর বিশ্ব পরিবেশ দিবস-২০২১ইং উপলক্ষ্যে হ্নীলা দরগাহ ষ্টেশনে ফলজ ও বনজ বৃক্ষরোপন করে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com