মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১
টেকনাফের নাফনদীর জইল্যার দ্বীপে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
বিজিবি জানায়, ৯ জুন রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা নাইট ডিভাইসের মাধ্যমে মিয়ানমার হতে মাদকের চালান আনার সংবাদ পেয়ে নাফনদীর জইল্যার দ্বীপে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২/৩জন দুস্কৃতকারী নাফনদী সাতাঁর কেটে দ্বীপের উত্তর-পূর্বদিক দিয়ে ১টি প্লাস্টিকের বস্তা নিয়ে আসতে দেখে। তখন বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে দুস্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে নাফনদীতে লাফ দিয়ে সাতাঁর কেটে মিয়ানমার সীমান্তে চলে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১কোটি ৫০লক্ষ টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান,জব্দকৃত মাদকের চালান গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com