নিজস্ব প্রতিনিধি : টেকনাফের বাহারছড়া হোয়াইক্যং ঢালারমুখ থেকে আসার পথে পেটে করে পাচারের সময় একজন মাদক কারবারিকে আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।পরবর্তীতে হাসপাতালে এক্স-রে পরিক্ষা করলে মিলে ছোট ছোট ট্যাপে মুড়ানো বেশ কয়েকটি ইয়াবার ফুটলি।
জানা যায়,গত বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টারদিকে হোয়াইক্যং ঢালা হয়ে সিএনজিযোগে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদের নেতৃত্বে এসআই শফিউল আলম ও এএসআই জামাল মীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে হোয়াইক্যাং লম্বাবিল ৩নং ওয়ার্ড এলাকায় নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২) কে সন্দেহজনক আটক করার পর অস্বীকার করলে পরবর্তীতে উপজেলা কেয়ার ল্যাবে এক্স-রে পরীক্ষা করলে পেটে ধরা পড়ে ৫০ পিস করে ১৫টি পুটলা।পেটে আরো বেশ কয়েকটি ইয়াবার পুটলা আছে বলে আটক ব্যক্তি স্বীকার করে। কলা, পাউরুটি এভোল্যাক শিরাপ পান করার দীর্ঘ ছয় ঘন্টা পর বমি করে ১৪টি ও পায়খানার রাস্তা থেকে আরো বেশ কয়েকটি ইয়াবার পুটলা বের হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত ১৫টি ছোট ছোট ইয়াবার পুটলা উদ্ধার করা হয়েছে এবং অবশিষ্ট ইয়াবা বের করার চেষ্টা চলছে।
ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, আটককৃত মাদক কারবারীর চাচাতো ভাই সিএনজি চালক নুর আহমদের সিএনজি করে হ্নীলা খালিখালী থেকে পেটে করে কক্সবাজারের দিকে ইয়াবা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়। শেষ পর্যন্ত কেয়ার ল্যাবে এক্স-রে করলে রিপোর্টে ধরা পড়লে এসব ইয়াবা উদ্ধার করে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ চলমান রয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com