মোঃ আরাফাত সানী,নাছির উদ্দীন রাজ: টেকনাফ
কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৪০হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে মাদকের চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল টেকনাফ পৌর সভার দক্ষিণ জালিয়া পাড়ার (কুলাল পাড়া) আব্দুল হকের বাড়িতে অভিযানে যায়। তল্লাশী অভিযান চলাকালে বাড়িতে অবস্থানরত উখিয়া জামতলী ক্যাম্পের মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আয়াছ (২১) এর বিছানার নীচে এবং আলমিরার ভেতর হতে ৪০ হাজার ইয়াবা ও ২০হাজার বাংলাদেশী নগদ টাকাসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। সে আব্দুল হকের বাড়ি হতে ইয়াবার চালান সংগ্রহের জন্য আসে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত রোহিঙ্গা মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply