বিশেষ প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজার সদরের ঝিলংজার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আমান উল্লাহ কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানাযায় শুক্রবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোষাকে তাকে গ্রেপ্তার করেছে। আমান উল্লাহ কক্সবাজার সদরের ঝিলংজা ইউ পি ২ নং ওয়ার্ড দক্ষিন ডিক্কুলের সামসুল হুদার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায় ইতিপূর্বে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় আমান উল্লাহ'র ৮ টি ইয়াবা ৫ টি অস্ত্র ও একটি চাঁদাবাজি সহ মোট ১৪ টি মামলা রয়েছে। তার মধ্যে কক্সবাজার সদর থানার এফ আই আর নং ৯৯/২০০ তাং ২৩/২/২০১৭ইং, কক্সবাজার সদর থানার এফ আই আর নং ১০০/২০১ তাং ২৩/০২/২০১৭ইং, কক্সবাজার সদর থানার এফ আই আর নং ৯৯/১০০১ তাং ২৭/১১/২০১৮ইং, কক্সবাজার সদর থানার এফ আই আর নং ৩৫ তাং ১৮/১২/২০১৫ ইং, কক্সবাজার সদর থানার এফ আই আর নং ৮৭ তাং২৮/০৩/২০১২ইং, কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং ০৪ তাং ০২/১২/২০১৮ইং, কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং ০৫/১০২৩ তাং০২/১২/২০১৮ইং, সি এম পি এর পতেজ্ঞা মডেল থানার এফ আই আর নং ০৪ তাং ১৫/১২/২০১৬ইং, বান্দর বান এর নাইক্ষ্যংছড়ি থানার এফ আই আর নং ০৩ তাং ০৬/০৬/২০০৫ ইং, বান্দর বান এর নাইক্ষ্যংছড়ি থানার এফ আই আর নং ০৪ তাং ০৬/০৬/২০০৫ইং, কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং ৮৩/৫৭২ তাং ২৩/০৭/২০২০ইং এছাড়া ঢাকা একটি ও কক্সবাজার সদর থানায় কক্সবাজার মটর শ্রমিক লীগ সভাপতি ইবাবা ডন দিদারের সাথে ২টি মামলা রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com