মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকা এখন মাদকদ্রব্যের স্বর্গরাজ্যের পরিনত হয়েছে।
দিবারাত্রি সমান তালে বাংলা মদ তৈরি, সেবন ও বাজার জাত করণ করা হচ্ছে। স্হানীয় সূত্রে জানা যায়, ছোট বড় মিলে ৮/৯ টি রাখাইন পরিবার এই বাংলা মদ তৈরি করে বিক্রি করে আসছে। এর ফলে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের উঠতি বয়সের যুবক, ছাত্র, মাদক সেবনে জড়িয়ে পড়েছে।
এর কারণে এলাকায় চুরি, ডাকাতি, খুন,রাহাজানি ইত্যাদি বেড়েই চলছে। এমনকি প্রতি নিয়ত উক্ত এলাকায় ডাকাতি সংঘটিত হচ্ছে। স্হানীয়রা জানান, দুপুর হতে গভীর রাত পর্যন্ত চৌধুরী পাড়ায় মাদক সেবিদের আড্ডা খানায় পরিনত হয়। রাস্তা, ঘাটে, দোকান পাটে বসে মদ পান করে মাতালামী শুরু করে।
এ সমস্ত মাদক সেবীরা, রাখাইন এলাকার লোকজনসহ মহিলা, যুবতী দের কে টানাহেঁচড়া করার অভিযোগ ও রয়েছে।
মাদক পান ও সেবনের পাশাপাশি এই মাদক তৈরি করা রাখাইন পরিবারের লোকজন উপজেলা বিভিন্ন ইউনিয়নের এই বাংলা মদ সরবরাহ করে বলে এলাকার লোকজন জানায়।
এ এলাকায় বাংলা মদ ছাড়া ও মিয়ানমার থেকে ইয়াবা,আইস ও বিদেশি মদের বড় বড় চালান আসে বলে স্হানীয় সুএে জানাযায়। এই মাদক তৈরি, সরবরাহ, মাদকের চালান বিভিন্ন স্থানে পৌছানো এ সবের মূল গডফাদার হচ্ছেন মন্টিউ রাখাইন ও আছিন রাখাইন। এই দুই ব্যক্তি কতিপয় আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন স্তরের লোকজন কে ম্যানেজ করে এই মাদক ব্যবস্যা অব্যাহত রেখেছেন বলে চৌধুরী পাড়ায় বসবাস রত রাখাইন সম্প্রদায়ের শিক্ষিত ও সচেতন লোকজন জানান।
এ বিষয় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান সঠিক তথ্য পেলে অভিযান পরিচালনা করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com