নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফে চলমান মাদক ও অস্ত্র বিরোধী অভিযানের অংশ হিসেবে টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি উদ্ধার করেছেন। ২৬ জুন শনিবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় তা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের
জিম্বংখালী সকিনের নাফ নদী বেরিবাধঁ গামি জৈনক মনির এর জমির পাশে পাকা রাস্তায় জাল মোড়ানো অবস্তায় বিপুল পরিমাণ তাজা গুলি ও দেশিয় তৈরি বন্দুক লোকিয়ে রেখেছে খবরে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমানের নেন্তৃন্তে একদল পুলিশ অভিযান চালায়। পরে ঘটনা স্থল হতে ১ টি দেশিয় তৈরি কাটা বন্দুক, ১৩ টি চায়না রাইফেলের গুলি ও একটি বেংগী জাল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় কাউকে আটক করতে না পারলেও দুই জন কে পালাতক আসামি করে মামলা রুজু করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং এর জিম্বংখালী হতে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে মনে হয় তারা মাদক চিন্তায়ের কাজে ব্যবহার করার জন্য তা লুকিয়ে রেখেছে। যেহেতু কয়েদিন আগে ও সেখানে মদক চিন্তায় করে আত্মসাৎ করা হচ্ছে বলে জনশ্রুতি রয়েছে । তবে অবশ্যই অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়ে আইন গত ব্যবস্তা নেয়া হয়েছে।
Leave a Reply