প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২১, ৫:৪৯ পি.এম
টেকনাফে ধুমপান ও তামাক বিরোধী কর্মশালা
মোঃ আরাফাত সানী::কক্সবাজারের টেকনাফে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির " ত্রৈমাসিক সভা ও তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা রবিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান। ধূমপান ও তামাকজাত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ডাঃ প্রনয় রুদ্র, টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়. উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন ও সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদসহ উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মতর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে বন বিভাগের বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com