আরাফাত সানি, টেকনাফ
করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো কক্সবাজারে সীমান্ত উপজেলা টেকনাফ উপজেলায়ও চলছে লকডাউনের প্রথম দিন। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, নৌ বাহিনী, পুলিশ, র্যাব,বিজিবি ও আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া সাতদিনের সরকারি এই কঠোর ‘লকডাউন’ এর প্রথম দিনের শুরু থেকেই প্রশাসন পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে ও সড়কে ব্যারিকেড দেয়া হয়। লকডাউন চলাকালীন জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে নিষেধ করছেন উপজেলা প্রশাসন।
সকাল থেকেই উপজেলা প্রশাসনের দুইটি টিম লগডাউন বাস্তবায়নে মাঠে দেখা যায়।
একদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী'র নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ একটি টিম টেকনাফ পৌরসভার ও সাবরাং ইউনিয়নে পুরাতন বাস স্টেশন,শাপলা চত্বর, উপরের বাজার, লামার বাজার,গণি মার্কেট সহ সাবরাং বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় লগডাউন অমান্য করে দোকান পাট ও স্বাস্থ্য বিধি না মেনে যানবাহন চালানোর অপরাধে ৩ টি মামলায় ১০হাজার ৪'শ টাকা জরিমানা করা হয়। এ সময় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর স্ব-স্ব ইউনিটের কর্মকর্তাগণ।
অপরদিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুল মনসুরের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি টিম হ্নীলা বাজার ও সদর ইউনিয়নের বটতলী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২৫ টি মামলায় ১২ হাজার ৬'শ টাকা জরিমানা করা হয় হ্নীলা বাজারের সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাদিক ফুটপাতের দোকান উচ্ছেদের পাশাপাশি লকডাউনে স্ব্যাস্থ বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নিদর্শনা প্রধান করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার (ওসি অপারেশন) খোরশেদ আলমসহ হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কঠোর লগডাউন বুধবার (৭জুলাই) মধ্যরাত পর্যন্ত চলমান থাকবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com