টেকনাফ ৭১ ডেস্ক
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠলো সেলেসাওরা। কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠলো আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে প্রতিপক্ষ চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেল নেইমাররা।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে বিরতি থেকে ফিরেই লিড নেয় তারা। ৪৬ মিনিটে গোল করে এগিয়ে নেন লুকাস পাকুয়েতো। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। তবে দ্বিতীয়ার্ধে গোলের ঠিক পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। বাকিটা সময় দশজনের দল নিয়েই খেলে তিতের দল।
এর আগে কোপা আমেরিকায় দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৭ আসরে। গ্রুপপর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ব্রাজিল একই আসরের কোয়ার্টার ফাইনালে চিলিকে সেবার দিয়েছিল ৬-১ গোলের লজ্জা। এবারও প্রতিরোধ গড়তে পারেনি চিলি। চলতি আসরে হারের ব্যবধান কম হলেও সেলেসাওদের কাছে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হলো তাদের।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com