চট্টগ্রামে রোটার্যাক্ট ক্লাব অব বীর চট্টলা এর ২০২১-২২ বর্ষের কার্যকরি পরিষদ কমিটি গঠিত হয়েছে।
গত (২৫শে মে) ২০২১ চট্টগ্রাম রােটারাক্ট ক্লাবের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে ২য় তম সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ সাবুক শাকিল এবং সচিব নির্বাচিত হন ,শাফকাত আহমেদ তৌশিক উক্ত সভায় ক্লাবের সাবেক সভাপতি রােটার্যাক্ট ক্লাবের মুবিনুল হক, এ সময় সাবেক সচিব আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
পরে বিগত ২২ই জুন ২০২১ চট্টগ্রাম রােটারাক্ট ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন সম্পন্ন হয়। উক্ত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, সদ্য সহ-সভাপতি সাইফুল হক চৌঃ, আতিকুল রহমান, যুগ্ম সচিব শিমুল শর্মা,ও মোজ্জামেল হক মনি, কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ, পরিচালক-ক্লাব সার্ভিস রাে . হোছাইনুল আলম শান্ত , পরিচালক-ইন্টারন্যাশনাল সার্ভিস রাে, শরীফুল ইসলাম , পরিচালক প্রফেশনাল সার্ভিস রাে,সালমান রহিম, পরিচালক কমিউনিটি সার্ভিস রাে, মীর মোহাম্মদ রবি, পরিচালক- আই.সি.টি রাে, আবু ফায়সাল,এডিটর, রো, শাহারিয়ার হামিদ, পরিচালক-পাব্লিক ইমেজ রাে, সৈয়দ আব্দুল্লাহ জাওয়াদ, চিফ সার্জেন্ট এট আর্ম রাে, ফরহাদ চৌঃ এবং সার্জেন্ট এট আর্ম রাে, আব্দুল্লাহ আল শেয়েব নির্বাচিত হন । আগামী ২০২১-২২ রােটারি বর্ষে তারা ক্লাবের দ্বায়িত্ব পালন করবে।নির্বাচিত কার্যকারী পরিষদ জুলাই মাস হতে সাংবিধানিক পথ যাত্রা শুরু করেন।
Leave a Reply