নাছির উদ্দীন রাজ, টেকনাফ
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ঘোষিত চলমান লকডাউনে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান নিশ্চিত করা সহ নানা বিষয়ে প্রচারনা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌ বাহিনীর করোনা সংক্রামন প্রতিরোধে দায়িত্বে নিয়োজিত সদস্যরা। ৮ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ বাহিনীর করোনা প্রতিরোধ কার্যক্রম বিষয়ে টেকনাফ উপজেলার দায়িত্ব রত কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কঃ এম আই জামিল (ই) বি এন। তিনি আরো বলেন, সকলে যেন চলমান লকডাউনে সরকারের দেয়া নিয়ম নীতি অনুশরন করে করোনা সংক্রমন প্রতিরোধে সহায়তা করেন সে কামনা করব। প্রচারনায় নৌ বাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ ও সাংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com