নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অর্ধ লক্ষ মরন নেশা ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৯ জুলাই রাতে টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া ৫ নং ওয়ার্ডে মোঃ হাসান নামের এক ব্যক্তির বসত বাড়িতে ইয়াবা মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই হোসাইন, এস আই আব্দুল বাতেন এর সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে তাহার বাড়ির খাটের নিচ অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। তবে বাড়ির মালিক মোঃ হাসান কে না পাওয়ায় পালাতক আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, ইদানিং কিছু কিছু মাদক কারবারিরা সক্রীয় হয়েছে বলে জনশ্রুতি রয়েছে , তাই আমরাও অভিযান অব্যাহত রেখেছি। যাহার প্রমাণ প্রতিদিন কোন না কোন কাবারিরা আইনের আওতায় আসচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com