টেকনাফ প্রতিনিধি:::
টেকনাফ হ্নীলা ইউনিয়ন রঙ্গীখালী সপ্তম শ্রেণীর
ছাত্রীকে অপহরণের অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার (৮ই জুলাই) সন্ধার ৭টার দিকে রঙ্গীখালী এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া অপহৃত মেয়েকে উদ্ধার দাবিতে এই সংবাদ সম্মেলন করেন ভিকটিম এর পরিবার।
সংবাদ সম্মেলনে ভিকটিমের চাচা শাহ আলম জানান,তার বড় ভাইয়ের মেয়ে আইবি রহমান (১৪)কে অপহরণ করে নিয়ে যায়। সে হ্নীলা আলফালাহ একাডেমীতে সপ্তম শ্রেণীতে অধ্যায়ন করে। এবিষয়ে মৃত দিরদার আহমদের ছেলে নুর হাশেম (২০)আবুল কালাম (৩০)নুর হামিদ (৩৩)নুর আলম (২৫) ফাতেমা বেগম, নুর মোহাম্মদ (৩৫)রমজান আলী (৩০) বিবাদী করে টেকনাফ মডেল থানায় অভিযোগও দায়ের করেছেন বলে জানান ভিকটিমের পরিবার।
সূত্রে জানা যায়,তাদের মেয়েকে ৭ই জুলাই রাত ৯টার দিকে বাড়ির গেইট থেকে ওঠিয়ে নিয়ে যায়।
এদিকে সংবাদ সম্মেলনে ভিকটিমের মা মাহেনা আক্তার বেবী কান্না জড়িত কন্ঠে বলেন,তার ছোট মেয়েকে যেনো তার বুকে চলে যায়,প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করে বলেন,আমার মেয়ের মতো আপনাদেরও মেয়ে আছে,আপনাদের নিজের মেয়ে মনে করে আমার মেয়েকে উদ্ধারের অনুরোধ করছি।
জানতে চাইলে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই রাফিউল ইসলাম রাফি জানান,কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি,জিজ্ঞাসা বাদের জন্য আনা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com