হুমায়ূন রশিদ : দেশে চলমান লকডাউনের মধ্যে জরুরী পরিষেবার নামে মাছ পরিবহনের আড়ালে মাদক পাচারকালে ইয়াবা ও কাভার্ডভ্যান নিয়ে টেকনাফের জাহাঙ্গীর ড্রাইভারসহ ২জনকে আটক করেছে চট্টগ্রামের র্যাব-৭।
সুত্র জানায়, গতকাল ৮জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৬টারদিকে গোপন সংবাদের ভিতরে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা ক্রসিং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা কাভার্ডভ্যান (চট্টমেট্টো-ট-১১-৪৩৭১) কে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি র্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে টেকনাফের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার পুত্র ড্রাইভার মোঃ জাহাঙ্গীর (২২) এবং উখিয়া সিজারীঘোনার মৃত ছৈয়দ আলমের পুত্র হেলপার মোঃ আজিজুল হক (২৫) কে আটক করে।
পরে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো ও সনাক্ত মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ড্রাইভিং সিটের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
এই ব্যাপারে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান,জব্দকৃত মাদক ও কাভার্ডভ্যানসহ ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com