জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের এর সার্বিক দিকনির্দেশনায়,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই আল আমিন,এএসআই অলী উল্লাহসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার ১৩ জুলাই রাত সাড়ে ১১ টার সময় উখিয়া টেকপাড়া রোডস্থ টিভি টাওয়ার এলাকা সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্টে ডিউটি কালে ১হাজার ১শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।
আটক রুবেল বড়ুয়া (৩২) উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের বাসিন্দা পুলিন বড়ুয়ার ছেলে। এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু হয় বলে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com