অনলাইন ডেস্ক
করোনায় বিধ্বস্ত পুরো দেশ। দেশজুড়ে করোনার প্রকোপ ঠেকাতে দেশে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। লকডাউনে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল কার্যক্রম। এদিকে, ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে নতুন অফিস আদেশ জারি করা হয়েছে। করোনার ভয়াবহ প্রকোপ ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধের জন্য অফিস আদেশে এ পাবলিক পরীক্ষার প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
আদেশে জানানো হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ১৪ জুন থেকে চলমান। এরই মধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। করোনাজনিত সংক্রমণ রোধে সররকার আরোপিত বিধিনিষেধের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com