মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে উপজেলা ও পৌরসভায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি লকডাউনে বাস্তবায়নে অযথা যানবাহন চলাচল, সামাজিক দূরত্ব,স্বাস্থ্যবিধি মাস্ক পরিধান সহ সরকারি নির্দেশ অমান্য করে দের গুনতে হচ্ছে জরিমানা।
প্রতিদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে টেকনাফ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ মাইকিং,লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
অপরদিকে গত দু'দিনে টেকনাফ উপজেলার নবাগত সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে গতকাল ও আজ ৮ মামলায় ২২ হাজার ৪’শ টাকা জরিমানা আদায় করেছে। চলমান কঠোর লকডাউন আগামী ৫ আগষ্ট মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে বলে নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী জানান।
এ সময় তিনি আরো জানান, সারা দেশে ন্যায় টেকনাফে এই করোনার মহামারী থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা সহ সবাইকে সচেতন হতে পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা যথাযথ পালন করতে হবে। প্রয়োজন কাজ ব্যতীত ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান। তা অমান্যকারীদের গুনতে হবে জরিমানা
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com