নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে টানা বৃষ্টির কারণে আবারো পানির নিচে তলিয়ে গেছে অধিকাংশ গ্রাম। ফলে পানি বন্দি হয়ে পড়েছে হাজারের অধিক ঘর বাড়ি। ১ অগাস্ট( রবিবার) টেকনাফে সকাল থেকে থেমে থেমে প্রচুর বৃষ্টি হয়েছে। যার কারণে বৃষ্টির পানি তাৎক্ষণিক নিস্কাসনের ব্যবস্থা না থাকায় গ্রামে- গঞ্জে মানুষের ঘর বাড়িতে পানি উঠেছে বলে জানাগেছেন স্থানীয়রা। এ দিকে খুঁজনিয়ে যানাযায়, বৃষ্টির পানি বৃদ্ধির কারণে
টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং ও সদর ইউনিয়নে বেশি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে। গেল দিনের বৃষ্টিতে ডুবে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ পুষিয়ে উঠতে না উঠতে আবারো পানি বন্দি হল অনেক পরিবার। তাই আতঙ্কে নির্ঘুম দিন কাটাচ্ছেন বৃদ্ধা, শিশুসহ অসংখ্য নারীরা। করোনা মহামারিতে রোগবালাই সৃষ্টের সন্দেহ ও উড়িয়ে দিচ্ছেন না
ক্ষতিগ্রস্ত পরিবারগুল, পানি বন্দি জীবনের সামাধান পেতে সরকারের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগী জনসাধারণ।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী টেকনাফ ৭১ কে বলেন, আজও আমার হ্নীলা ইউনিয়নে প্রায় হাজার অধিক ঘর বাড়ি পানিতে ডুবা, এ অসহায় পরিবার গুলো কিভাবে রাত্রি যাপন করবে আমি বলতে পারছিনা। তার পরেও তাৎক্ষণিক ভাবে আমি উপজেলা প্রসাশনের নির্দেশে পরিষদের পক্ষ হতে এক শ পরিবারকে ১০ কেজি করে চাল ও কিছু শুকনো খাবার বিতরন করেছে। বার বার মানুষ পানি বন্দি হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত সড়ক হয়েছে সেখানে কোন দৃশ্য মান কালবাট বা সুইচগেট নেই, নাফ নদী সহ গ্রামের ছোট ছোট খাল গোলি ভরেগেছে তাও কোন দিন খনন করা হয়নি। সে কারণে বৃষ্টি হলেই মানুষ পানিতে ডুবছে।
সিপিপির সদস্য সরওয়ার কামাল বলেন, দুপুরে হঠাৎ প্রচুর বৃষ্টির কারণে মসজিদ সহ হাজারের অধিক ঘর বাড়ি পানিতে ডুবে গেছে । তবুও আমরা সিপিপির সদস্যরা ঘরে ঘরে গিয়ে বৃদ্ধা ও শিশু সহ অনেক মানুষ কে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র নিয়েগেছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী টেকনাফ ৭১ কে বলেন, টেকনাফের বিভিন্ন ইউনিয়নে আবারো পানি উঠেছে খবর পেয়ে নিজে সরোজমিনে গিয়েছি , যে সমস্ত সুইজগেইট বন্ধ আছে সেগুলো খুলে দেয়ার নির্দেশনা দিয়েছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহায়তা করার জন্য বলেছি। আর এনজিওদের মাধ্যমে শুকনো খাবার ও দেয়া হয়েছে। পরবর্তীতে মাস্টার প্ল্যান করে নদী ও খাল খননের জন্য সরকারের কাছে লিখিত আকারে প্রেরণ করা হবে ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com