প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ২:০৫ পি.এম
টেকনাফে দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে স্বামীকে না পেয়ে দু’সন্তানের জননীকে হত্যা

মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ২ নং ওয়ার্ড বালুখালি গ্রামে জমি বিরোধে জের ধরে মোহসেনা আক্তার (২২) নামে দু’সন্তানের জননীকে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে।
শবিরার (১৪ আগস্ট) গভীর রাত ২টার দিকে একদল অস্ত্রধারি সন্ত্রাসীরা মোহাম্মদ আলীর বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে স্বামী কে না পেয়ে স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’সন্তানের জননী মোহসেনা আক্তার (২২)কে নির্মমভাবে হত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
নিহত মোহসেনা আক্তার একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোঃ মাহমুদুল হাসান মাহবুব জানান,হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের জৈনক মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার (২২)কে রাতের আধারে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ হত্যা কান্ডের সাথে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত খুনিদের আটক করা হবে বলে তিনি জানান।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com