বিশেষ প্রতিনিধি ঃ
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র এলাকায় সন্ত্রাসীদে ছুরির আঘাতে দুই পথচারি গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে। পরে তাদের ঘটনা স্থল হতে বিভিন্ন গাড়ির যাত্রীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার হয়ে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছে বলে দাবি তাদের পরিবারের। । গত ১২ অগাস্ট বিকেলে নির্মম ঘটনাটি সংঘটিত হয় বলে জানা গেছে । এ বিষয়ে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানাই ছুরির আঘাতে গুরুতর আহত আলী হোছন।
উলুচামরি মোহাম্মদ হোছনের পুত্র আলী হোছন জানায়, আমি অসুস্থ হওয়ায় কোন কাজ কর্ম করতে না পারায় অসহায় হয়ে
আশ্রয় কেন্দ্র এলাকার প্রকাশ ধইল্যার পুত্র সাদ্দাম হোছন থেকে কিছু টাকা কর্জ নিয়েছিলাম এক বছর আগে। কিন্তুু তা সময়মতো পরিশোধও করে ফেলেছি । তার পরেও আমার বিবাদীরা আমার কাছ থেকে টাকা পায় বলে জোরপূর্বক দাবি করে । আমি নিরুপায় হইয়া উক্ত টাকা আবার দিব বলেও স্বীকার করি । সে অপেক্ষা না করে আমার অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে আমার গাড়ির গতি রোধ করে সাদ্দাম হোছন, হামিদ হোছন, সরওয়ার ,ধইল্যা সহ ২/৩ জন আমাকে
নীলা ফুলা জখম ও ছুরির আঘাত করে উপর্যপরি। পরে আমার সুর চিৎকারে বিভিন্ন পথচারীরা আমাকে উদ্ধার করতে আসলে একই
এলাকার মবগুল আহাম্মদের পুত্র সোনা মিয়া সহ
তাদের কয়েকজনকেও ছুরির আঘাত করে । তিনি আরো বলেন, আমার বিবাদীরা এলাকায় নিয়মিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে । এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আহতের স্বজনেরা ।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাহাদের মোবাইল নাম্বার না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি
এবিষয়ে টেকনাফ মডেল থানার ওসি বলেন, ছুরির আঘাতে আহত দুই জনই অভিযোগ দায়ের করেছে । তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com