শহীদুল ইসলাম সোহাগ : টেকনাফ
টেকনাফ উপজেলার প্রথম সারির সামাজিক ছাত্র সংগঠন ঐতিহ্যবাহী নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদের ২ তম বৃক্ষরোপণ কর্মসূচী আজ বিকাল ৩ টায় নয়াবাজার স্টেশন চত্তরে উদ্বোধন হয়েছে।
নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক নবী হোসাইন। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার হিসাব রক্ষক সৈয়দ হোসেন সেলিম, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মালেক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজারের বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুল আমীন, নয়াবাজার বাজার দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজারের কৃতি সন্তান - আব্দুর রহিম, শামশুল আলম,জাবের হোসাইন ও আব্দুল মান্নান।
অতিথিরা বলেন, আদর্শ ঐক্য পরিষদের গতবছরের বৃক্ষরোপণ কর্মসূচীতে সফল পরিচর্যার ফলে অনেক গাছ আজ দৃশমান। এভাবে বছর বছর বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যম একদিন নয়াবাজার সবুজে হাসবে।
নয়াবাজারের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রধান সড়কের দু'পাশে, স্কুল-মাদরাসা এবং বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী ধারাবাহিক ভাবে পরিচালিত হবে বলে জানান সংগঠনের দায়িত্বশীলগণ।
উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচী সফল করার জন্য সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের সাথে সহযোগিতা করার জন্য হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, সংগঠনের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আবছার উদ্দীন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com