প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২১, ৪:১৬ পি.এম
টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-৩
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে থাকছেনা মাদক কারবার প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছে তারই ধারাবাহিকতায় টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা সকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ উখিয়া ও টেকনাফের ৩জন মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব জানায়,২২আগষ্ট (রবিবার) ভোর সাড়ে ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ সদরের ক্ষেতিবিলস্থ বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এমতাবস্থায় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া ফলিয়া পাড়ার জাফর আলমের পুত্র ইসমাঈল (৩৭), একই উপজেলার রাজাপালং হাজির পাড়ার আব্দুল মালেকের পুত্র ইব্রাহীম (২০) এবং টেকনাফ ডেইল পাড়ার মৃত ওমর মিয়ার পুত্র মোঃ আইয়ুব (৩১) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ১হাজার ৬'শ ১০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এ বিষয়ে সিপিপি র্যাব-১৫ টেকনাফের দায়িত্বরত ইনচার্জ লেঃ কমান্ডার মাহাববুর রহমান চৌধুরী জানান, মাদক কারবারিরা এতবড় শক্তিশালি হোক না কেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com