বিশেষ প্রতিনিধি
হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুল গফুর সৌদাগর এর দোকানে ইয়াবা ডুকিয়ে দেয়ার সময় হাতে নাতে জনতার হাতে ধরা খেলেন এক রোহিঙ্গা যুবক। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে নিকটস্থ এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৩ অগাস্ট সন্ধ্যায় জাদিমুড়া বাজারে এ ঘটনা ঘটে।
দোকান মালিক আব্দুল গফুর জানায়, আমি দোকানের ক্যাশে বসা ছিলাম হঠাৎ এক রোহিঙ্গা যুবক কিছু ইয়াবা দোকানে ডুবিয়ে দিয়ে দ্রুত চলে যায়। তাৎক্ষণিক আমি আচ করতে পেরে জনতার সহযোগিতায় তাকে ধরে ফেলি। পরে তাকে জিজ্ঞাস করলে সে বলে আমার এলাকার শত্রুরা তাকে কন্টাক্ট করে আমাকে ফাঁসাতে দোকানে ফেলে যেতে যাওয়ার জন্য বলে জানায়। যা একাধিক রোহিঙ্গারা ও স্থানিয়রা সাক্ষি দিয়েছেন।
এপিবিএন পুলিশ বলছে ঐ রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
আব্দুল গফুর সৌদাগর আরো জানায়, যারা আমাকে সমাজের, মানুষের, বা এলাকা বাসীর কাছে কলঙ্কিত করতে প্রতিনিয়ত অপচেষ্টায় অব্যাহত আছেন, আপনারা যদি ভবিষ্যতে আরও এরকম কাজ করতে থাকেন পরবর্তীতে আমি আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে আমাকে আর দোষারোপ করবে না । এটা শেষ সময়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com