টেকনাফ প্রতিনিধি,
কক্সবাজার টেকনাফ বাহারছাড়া সমুদ্র সৈকতে একটি বিশালাকার মৃত তিমি ভেসে এসেছে। তিমির মুখের দিকে অংশ পচে গন্ধ ছড়াচ্ছে। শুক্রবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়ার দিকে সৈকতে এই মৃত তিমিটি ভেসে আসে। খবর পেয়ে উৎসুক জনতা সৈকতে ভিড় করে।
শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলেরা মৃত তিমিটা দেখার পর আমাকে অবগত করে। ধারণা করা হচ্ছে সপ্তাহ দুয়েক আগে তিমিটি মারা গিয়ে ভাটার সময় মৃতদেহ বালিয়াড়িতে ভেসে এসেছে। মৎস্য কর্মকর্তারা এলে তাদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে রাতে সৈকতে গিয়ে দেখতে পাই মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। এর আগে তিমি মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে কীভাবে তিমি মাছটি মারা গেছে। তবে তিমিটি প্রায় অর্ধ গলিত ছিল।’
এর আগে এপ্রিল মাসে উপকূলীয় সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানী পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com