প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২১, ২:৪৭ পি.এম
টেকনাফ উপজেলা পরিষদের ২৮তম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
সীমান্ত উপজেলা টেকনাফে উপজেলা পরিষদের ২৮তম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজিত সভায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ভব সিন্ধু রায়, উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সিপিপি কর্মকর্তা আব্দুল মতিন, একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাঃ আজিজ উদ্দীন, হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, এ সময় জোমে মাধ্যমে যুক্ত হয়েছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ,পৌর সভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আবু হারেছ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি স্ব স্ব দপ্তরে ও ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী জানান, সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতির লক্ষ্যে কাজ করতে হবে। কোন ধরনের অবহেলা করা যাবে না।
উপজেলা চেয়ারম্যান নুরুল আলম জানান, সাম্প্রতি বাহারছড়াসহ চাউল চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আসলে বিষয়টি খুবই দুঃখজনক এ বিষয়ে সকলকে মনোযোগ সহকারে কাজ করার আহ্বান করছি। সরকারি কাজে কোন যাতে অনিয়ম না হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com