প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২১, ৯:৪৮ এ.এম
“বাবার সুখে” কামনা ইসলাম
বাবার সুখে'
কামনা ইসলাম
- তোমার ইচ্ছেটা কি?
বলো না বাবা,
যদি পূরণ করতে পারি।
শেষ বয়সে আর করবো না,
তোমার সাথে আড়ি।
- বাবা তুমি যাবে বাড়ি?
হেলিকপ্টার না গাড়ি?
- বৃদ্ধ বাবা হেসে দিলো
কতোই তো চড়লাম গাড়ি!
এবার না হয় হেলিকপ্টারে
নিয়ে যাবে বাড়ি!
- বয়সের ভারে বাবা যে তার
নানান অসুখে ভোগে,
এমন সয়ম দেখা দিলো
করোনা নামক রোগে।
- বাবার একটা ইচ্ছে পূরণ
করতে হবে তবে,
ছেলেটা তার হাসি মুখে
পালন করতে যাবে।
- করলো ভাড়া হেলিকপ্টার
উড়ে গেলো আকাশে,
বাবা এবার মহাখুশি
মন পবনের বাতাসে।
- হাসি মুখে বাবা ছেলে
নেমে পড়লো গায়ে,
শতো শতো মানুষের ঢল
তাদের দেখতে যেয়ে।
- কেউ দিলো ফুলের মালা
কেউ মিষ্টি পান,
হাবিব সাহেব তুমি যে মিয়া
বড়ই ভাগ্যবান।
- এমন ছেলে কজনার আছে
শুনি একবার বলো,
তোমার ছেলে অলিয়ার
দেখেছো কত্ত ভালো।
- বৃদ্ধ বয়সে যা চেয়েছো
ছেলে দিলো তাই,
কতো ধনী আছে দেশে
তাদের কি ইচ্ছে নাই?
- হাবিব সাহেব জোড়া হাতে
বলল সবে শোনো,
আমার ছেলের জন্য দোয়া করো
সে দুঃখ পায়না যেনো।
- আজ আমার ইচ্ছে পূরণ
করতে যে তার,
হাসি ফুটেছে মুখে,
তাকে যেন মহান আল্লাহ
রাখেন চিরসুখে।
- কামনা ইসলাম
লোহাগড়া, নড়াইল,
বাংলাদেশ।
২৮/৮/২০২১
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com