1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন  রোহিঙ্গা ফেরত নিয়ে মিয়ানমার জান্তার বক্তব্যকে ‘ফাঁকা বুলি’ বলছে আরাকান আর্মি ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ ও সম্প্রীতির অনুষ্ঠান আজ পবিত্র লাইলাতুল কদর ৩ সন্তানের জননী প্রবাসী স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদল নেতা ই’য়া’বা’কা’ন্ডে জড়িয়ে সাবেক কনস্টেবল সাজেদের বিরুদ্ধে অনলাইনে অ’পপ্র’চারের প্র’তিবাদ ও ব্যা’খ্যা আল্লাহভীরু নেতৃত্ব কায়েম হলে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জনপদে পরিণত হবে -জেলা আমীর প্রথমবারের মতো হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে শিক্ষার্থীরা জানান… টেকনাফে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা

১২২ যাত্রী জীবন বাঁচালেন যে পাইলট !

  • আপডেট সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল বিমানের একটি বোয়িং ৭৩৭ ফ্লাইট। মাঝপথে পাইলট হঠাৎ করে ভীষণ অসুস্থ বোধ করলেন। নিজের তীব্র কষ্টের মধ্যেও ১২২ জন যাত্রীর কথা তাঁর মাথায়। জরুরি অবতরণের জন্য পাইলট বার্তা দিলেন কাছের কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলে। তারা নিকটবর্তী নাগপুর বিমানবন্দরে অবতরণের পরামর্শ দেন। এরপর বিমানটি জরুরি অবতরণ করেন কো-পাইলট। তবে যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। কিন্তু অসুস্থতার কারণে পাইলটকে হাসপাতালে নিতে হয়েছে।

না, এটি কোন সিনেমার গল্প নয়, বাস্তব জীবনের গল্প। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটেছে। আর এই গল্পের নায়ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম।

খবরটা পড়ার পর থেকে ভাবছি একজন মানুষের ভেতর কী দারুণ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ থাকলে এতো দ্রুত সিদ্ধান্ত নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যায়। নিজ নিজ কাজে সবাই যদি এভাবে দায়িত্বশীলতার পরিচয় দিতেন!।

বেশ কয়েকটি খবরে দেখলাম, পাইলটের হার্ট অ্যাটাক হয়েছিল। অবশ্য ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল কি না, সেটি নিশ্চিত করেনি বিমান।‌ তবে ৪৫ বছরের ক্যাপ্টেন নওশাদের এনজিওগ্রাম হয়েছে৷ দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার যে পরিচয় পাইলট দেখিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ। আজ কোন দুর্ঘটনা ঘটেনি বলেই হয়তো এ নিয়ে বিস্তর আলোচনা নেই। কিন্তু ১২২ জন মানুষের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয়ার জন্য নিশ্চয়ই সবাই ধন্যবাদ পাবেন।

ধন্যবাদ পাবেন কো-পাইলট। নিশ্চয়ই এই সময় তিনি সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। নিশ্চয়ই সজাগ ছিলেন ত্রুরা। আমি এই পুরো টীমকে ধন্যবাদ জানাই। সবাই নিশ্চয়ই তাকে সহযোগিতা করেছেন।

তবে জেনে ভালো লাগলো যে এবারই প্রথম নয়। পাঁচ বছর আগে আরেকটি ঘটনায় দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেড়শ মানুষকে বাঁচিয়ে ছিলেন তিনি ও তাঁর সহ পাইলট। তাও এই মাসকট থেকেই। সেবার ভয়াবহ ঘটনা ঘটেছিল। দিনটি ছিল ২২ ডিসেম্বর। ওমান থেকে ফ্লাইটটি যাচ্ছিল চট্টগ্রাম।

ওমানের স্থানীয় সময় তখন রাত তিনটা। গভীর রাতে দেড় শতাধিক আরোহী নিয়ে মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গর্জন করে আকাশে উড়াল দিতে যাচ্ছিল বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। গন্তব্য ছিল চট্টগ্রাম। কিন্তু মাসকট বিমানবন্দরে রানওয়ে থেকে উড়াল দেওয়ার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পরে কন্ট্রোল টাওয়ারে দফায় দফায় যোগাযোগ করে জানতে পারেন ল্যান্ডিং গিয়ারের ডান পাশের চাকার টায়ার ফেটেছে। তবে শুরু থেকেই যাত্রীদের আতঙ্কিত না হতে বলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। তিনি ও ফার্স্ট অফিসার মেহেদী হাসান বুঝতেও পারছিলেন, কী ঘটেছে। ১৮ টন জ্বালানি আর উড়োজাহাজটির ওজন ৬০ টন। সব মিলিয়ে ৭৮ টন ওজনের বিশাল উড়োজাহাজের ওমানে জরুরি অবতরণ করাও অসম্ভব। একটু এদিক-সেদিক হলেই বিস্ফোরিত হতো উড়োজাহাজটি। প্রাণ যেতে পারত সব আরোহীর।

তবে পাঁচ ঘণ্টা পথ পাড়ি দিয়ে ঢাকায় জরুরি অবতরণ করান ক্যাপ্টেন নওশাদ। জীবন রক্ষা পায় দেড় শ যাত্রীর। এই দুঃসহ অভিযাত্রার স্বীকৃতি হিসেবে বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের প্রশংসাপত্র পেয়েছিলেন।

আসলে দায়িত্বশীলতা হঠাৎ করে একদিন আসে না। এটি চর্চার বিষয়। ধন্যবাদ তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ধন্যবাদ ক্যাপ্টেন নওশাদ।ধন্যবাদ কোপাইলটসহ পুরো টীমকে। আপনাদের কাছ থেকে এই দেশের নানা পেশায় থাকা লোকজন দায়িত্বশীলতা শিখতে পারেন। আজকের সকালটা আপনাদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। শুভ সকাল আপনাদের। শুভ সকাল বাংলাদেশ। এভাবেই দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও মানবিকতার জয় হোক সবখানে।####

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!