নিউজ রুম
হ্নীলা রঙ্গিখালী জুম্মাপাড়ার কামাল এর পুত্র রবিআলম (২৬) কে উদ্ধার করেছে স্বজনেরা। ১ সেপ্টেম্বর সকাল ৮ ঘটিকার সময় রঙ্গিখালী গহীন পাহার হতে ৭ লাখ টাকা মুক্তি পন দিয়ে তাকে উদ্ধার করে বলে জানায় ভিক্টিম রবিআলমের পিতা কামাল। রবি আলম কে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমিক চিকিৎসার জন্য আলীখালী ২৫ নং ক্যাম্পের আইআরসি হাসপাতালে ভর্তি করলে, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরন করা হয়েছে। তাহার গায়ে ক্ষতবিক্ষত সিগারেট ও মশাল কলেয়ের পুড়া দাগ এবং আঘাতে চিহ্ন রয়েছে।
উল্লেখ্য গত ৬ দিন আগে তাকে অপহরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com