টেকনাফ ৭১ ডেস্ক ::
টেকনাফ প্রতিনিধি,
টেকনাফে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম প্রকাশ চান মিয়া (৩২) নামে একজনকে গুরুত্বর আহত করা হয়েছে। সে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে এবং টেকনাফ সদরের ৮ নাম্বর ওর্য়াডের নব নিবাচিত ইউপি সদস্য এনামুল হকের বড় ভাই।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ সদরের মৌলভী পাড়া ও বড় হাবিব পাড়া বাজার এলাকায় ঘটেছে।
জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়াডে এনামুল হক ইউপি সদস্য নিবাচিত হয়। এনাম মেম্বারের এই জয় সহ্য করতে না পেরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আহম্মদের ভাতিজা একরাম ও তার বাহিনী নাজির পাড়া এলাকার লোকজনকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিল।
এরই সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে নাজির পাড়া এলাকার এক লোক সাবরাং বাজার করতে যাওয়ার সময় বড় হাবির পাড়া বাজার এলাকায় একরাম ও তার বাহিনী বেধরক মারধর করা হয়।
এর কিছুক্ষন পর সাবরাং থেকে মোটর সাইকেল যোগে বাড়ী আসার পথে নব নির্বাচিত ইউপি সদস্য এনামুল হকের বড় ভাই সিরাজুল প্রকাশ চান মিয়াকে পথ গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এসময় তার ব্যবহারিত মোটরসাইকেল ভাংচুর করা হয়। এতে চান মিয়াকে অপহরন করে আটকে রাখা হয়।
এ বিষয়ে টেকনাফ সদরের ৮ নাম্বর ওর্য়াডের নব নিবাচিত ইউপি সদস্য এনামুল হক জানান, নিবাচনের পর থেকে আমার প্রতিদ্ধন্ধি প্রাথী আলী আহমদের ভাতিজা একরাম ও তার বাহিনী এলাকার একজনকে মারধর করা হয়। তাছাড়া সাবরাং থেকে আসার পথে আমার বড় ভাই গরু ব্যবসায়ী সিরাজুল প্রকাশ চান মিয়াকে পথ গতিরোধ করে অতর্কিত হামলা, ব্যবহারিত মোটরসাইকেল ভাংচুর এবং চান মিয়াকে অপহরন করা হয়। পরে এ ঘটনার বিষয়ে পুলিশের ওসিসহ আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করলে তাৎক্ষনিক পুলিশ, র্যাব ঘটনাস্থলে পৌছে প্রায় তিন ঘন্টা পর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহত সিরাজুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে
প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পাঠানো হয়েছে। এসময় পুলিশ একজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ব্যাপরে ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com