উখিয়া প্রতিনিধি,
কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা ও শিক্ষক মুহিবুল্লাহ (৫০) অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক।
জানা যায়,অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে প্রথমে মারাত্নকভাবে আহত হন মুহিব উল্লাহ। পরে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ ক্যাম্প-১ ইস্ট এর ব্লক ডি-৮ এর বাসিন্দা বলে জানা যায়। সে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইট(এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ছিলেন।
২৯ সেপ্টেম্বর(বুধবার) এশার নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা বন্দুকধারীরা ৫ রাউন্ড গুলি করলে তিন রাউন্ড গুলি তার বুকে লাগে এবং উক্ত গুলির ফলেই নিহত হন এ রোহিঙ্গা নেতা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com