টেকনাফ ৭১ ডেস্ক
মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১
টেকনাফের জনপ্রিয় ফেসবুক সেলিব্রেটি Bondu Harun ও সিলভার কাপ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক হারুন রশীদ প্রকাশ বন্ধু হারুন এর নামে হুবহু নিজস্ব ফেসবুক আইডির নাম দিয়ে আইডি খোলে টাকা চাওয়া ও মিথ্যা অপপ্রচার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে হারুন রশীদ প্রকাশ বন্ধু হারুন টেকনাফ ৭১ ডটকমকে জানান, এ আইডি গুলো আমার না। এ আইডি গুলো থেকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-বান্ধবসহ অনেকের সাথে মেসেঞ্জারে কথা বলে টাকা হাওলাত এমনকি টেকনাফের সাংবাদিক বড় ভাই Gias Uddin এর কাছ থেকেও টাকা হাওলাত চেয়েছিল। আমার বন্ধু Md Obaidul Hq সাথে খারাপ ব্যবহার করেছিল। আরো অনেকের সাথে বিভিন্ন সময় মেসেঞ্জারে কথাবার্তা বলছে যা আমার মানহানি করার মত, অনেকের সাথে খারাপ ব্যবহার করছে, যাতে মানুষের চোখে আমি খারাপ হয়ে যায়, আমি ফেক আইডিকে ভয় করি না। কে বা কারা করছে আমি অবগত নয়, তিনি আরও জানান আমি ইতিমধ্যে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। মামলার তদন্ত কর্মকর্তা শীঘ্রই উক্ত ভূয়া মিথ্যা আইডি তদন্তের মাধ্যমে সনাক্ত করার আশ্বাস দেন।
দয়া করে এই ভূয়া মিথ্যা অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি বন্ধু হারুন অনুরোধ জানাচ্ছি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com