টেকনাফ ৭১ ডেস্ক,
মোঃ আরাফাত সানী, টেকনাফ
টেকনাফ পৌর সভার নাইট্যং পাড়া ১নং ওয়ার্ড এলাকার মুহাম্মদ এমরান (১৬) নামে এক স্কুল ছাত্র হারিয়েছে। সে একই এলাকার মৌলভী জাফর আহম্মদের ছেলে।
এ বিষয়ে এমরানে মা ইয়াছিন আক্তার টেকনাফ মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৬ অক্টোবর স্কুল থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে। সন্ধার দিকে বাস টার্মিনাল যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়।
তাকে খুঁজে না পাওয়ায় তার মা ইয়াছমিন টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ইমরানের গায়ের রং শ্যামলা, মূখমন্ডল গোলাকার। তার উচ্চতা ৫ ফুট , মাথার চুল ১ ইঞ্চি, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো বর্নের এক পার্শ্বের হালকা ধরনের হলুদ ফুল সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত (ইমরানের) এর সন্ধান জেনে থাকলে নিম্নে দেওয়া মায়ের মোবাইল নাম্বারে (০১৮৬৯-৬২৮০৪৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
Leave a Reply