টেকনাফ ৭১ ডেস্ক,
একটি বই একজন বা একাধিক লেখকের দীর্ঘ দিনের অর্জিত জ্ঞান, গবেষণা আর চিন্তার ফসল। একজন লেখক যিনি ১০ বছর ধরে গবেষণা ও চিন্তা করে একটি বই লিখেছেন – আপনি সেই বইটি পড়লে কয়েক ঘন্টা বা কয়েক দিনে সেই দশ বছরের জ্ঞান পেয়ে যেতে পারেন। একটি বইয়ের একটি লাইন আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু সেই লাইনটি মাথায় আনতে লেখককে হয়তো বছরের পর বছর ভাবনাচিন্তা করতে হয়েছে।সেই চিন্তার ফসল একটি বই।
বই সংগ্রহালয় হিসেবে আমরা জানি গ্রন্থাগার বা পাঠাগার। উন্নত বিশ্বে জ্ঞানের সম্প্রচার বৃদ্ধি হওয়া কারণে তারা সর্বোচ্চ এগিয়ে তারি ধারাবাহিকতায় একটি সম্মৃদ্ধ জাতি গড়তে আমাদের বাংলাদেশেও বিভিন্ন সরকারি /বেসরকারি গ্রন্থাগার বা পাঠাগার প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ টেকনাফের মত শিক্ষা দরুন পড়তি থাকা এলাকায় শিক্ষার বিস্তার ঘটাতে কিছু তরুণ প্রজন্মের স্বপ্নে "টেকনাফ কেন্দ্রীয় পাঠাগার "প্রতিষ্ঠা হয় গত ২৭/১১/২০ইং তে।সময়ের কিছু জনপ্রিয় বই যা পাঠকের আনুপ্রেরনা দিবে! যে বই আপনার /আমার সমাজকে পরিবর্তন করবে।আমরা পাঠাগার কার্যকরী পরিষদ কর্তৃক পরামর্শ মোতাবেক
মাস ব্যাপি (বই ডোনেশন কর্মসূচি)শুরু হতে যাচ্ছে।
এতে বিত্তশালীদের উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আপনাদের সামর্থ্য অনুযায়ী ৫/১০টি বই সংগ্রহ করে দিয়ে টেকনাফ ছাত্র পাঠাগারকে একটি সম্বৃদ্ধশালি পাঠাগার টেকনাফের মানুষকে উপহার দিবেন বলে আশা আশাবাদী। একটি বই!আপনার নিজের জীবন শেষ হতে পারে কিন্তু বইটি আপনার মৃত্যুর পরও কাজে আসবে ইনশাআল্লাহ।
ডোনেশনের জন্য যোগাযোগ:
@মুহিত কামাল (মোবাইল:01868515844)
সাধারণ সম্পাদক
@মুহাম্মদ ইব্রাহিম (মোবাইল:01620399339)
অর্থ সম্পাদক
টেকনাফ ছাত্র পাঠাগার।
টেকনাফ কেন্দ্রীয় পাঠাগার
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাস টার্মিনাল,
(১নং) টেকনাফ পৌরসভা, টেকনাফ, কক্সবাজার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com