প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২১, ৩:১২ পি.এম
টেকনাফে সেক্টর ভিত্তিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত |Teknaf71.com

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে সেক্টর ভিত্তিক উন্নয়ন চাহিদা নিরুপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে টেকনাফ
উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কার্যকর ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার (ইএ এলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত সভায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, সেক্টর ভিত্তিক উন্নয়ন করলে দেশ আরো বহুদুর এগিয়ে যাবে, জাতি হবে উপকৃত। এ বিষয়ে তিনি সমন্বয়ের মাধ্যমে সকলকে সেক্টর ভিত্তিক কাজ করা আহ্বান জানান। ###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com