নাছির উদ্দীন রাজ, টেকনাফ ।
দেশের এক মাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে। আটক মোঃ আমান উল্লাহ (৩২) সেন্টমার্টিন ইউপির ৯ নং ওয়ার্ডের দক্ষিণ শিলবুনীয়া পাড়ার মৃত আব্দুল জব্বারের পুত্র।
বিকালে এক সংবাদ বিঙপ্তিতে কোস্টগার্ড গণমাধ্যম কে জানান,
সেন্টমার্টিন স্টেশান কমান্ডার লেঃ এম তারেক আহমেদ এর নেতৃত্ব সেন্টমার্টিন দক্ষিণ পাড়া ঘাট সংলগ্ন এলাকায় সমুদ্র পথে সেন্টমার্টিন হতে টেকনাফের উদ্দেশ্যে ইয়াবা পাচার হতেপারে সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে।
সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা এক ব্যক্তি কে আটক করে তল্লাশি করলে তাহার ব্যাগ হতে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
আটক মাদক কারবারি ও উদ্ধার হওয়া ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com