সংবাদ দাতা
টেকনাফের হ্নীলা রঙ্গিখালীর বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আমির হোসেনের (৪৪) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ২৬ অক্টোবর গভীর রাতে তাহার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে মৃত তমিজুর রহমানের পুত্র আমির হোসেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, ২৫ ও ২৬ অক্টোবর রাতের মাঝামাঝি সময়ে আমরা স্ব পরিবার ঘুমাচ্ছিলাম। হঠাৎ ১০/১২ জন লোক বাড়ির পেছনের দরজা কৌশলে খুলে বাড়ির বিভিন্ন আসবাবপত্র হতে অনেক কিছু হাতিয়ে নেয়ার সময় ঘুম ভাঙ্গার পরে তাদের চুরি আচকরতে পেরে বাড়ির আলমিরা সহ আসবাবপত্র তল্লাশি বা চেক করে দেখলে তাহাতে রাখা ১ ভরি ১০ আনা ওজনের স্বর্ণের ৪ জোড়া কানের ফুল (কান ফুল),যাহার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা, ১ভরি ৮ আনা ওজনের ২ টি স্বর্ণের বালা, মূল্য ১ লাখ ৫ হাজার টাকা, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ১৮ হাজার টাকার একটা মোবাইল সেট, ২০ হাজার টাকার কাপড়, বিছানায় থাকা ২ হাজার টাকা মূল্যর বিদ্যুৎ টর্চ লাইট, ৭ হাজার টাকা মূল্যর গ্যাস চুলা ও একটি ট্যাংক চুরি করে নেয়ার সময় আমরা তাদের স্বচক্ষে দেখে ফেলি। পরে আমরা চিৎকার করলে তাহারা আমাদের দিকে অস্ত্র ও চুরি তাক করলে প্রাণের ভয়ে আমরা আওয়াজ করিতে পারিনি। আশেপাশের লোকজন আমাদের চিৎকার শুনে দেখতে আসেন তারা পালিয়ে যায় । পরে থানায় হাজির হইয়া তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। ঘটনার তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com