প্রেস বার্তা
হ্নীলা ইউনিয়নের ঐতিহ্যবাহী পুরনো বাজার রঙ্গিখালী বাজার ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। ০১ নভেম্বর রাতে সকলের সাথে আলোচনা করে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংবাদিক ও সমাজ কর্মী নাছির উদ্দীন রাজ ( দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভি) কে সভাপতি, ডাঃ ফিরোজ আহাম্মদ সিঃ সহ সভাপতি, হাছান আলী পিন্টু সহ সভাপতি, ক্রিড়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক আবছার উদ্দীন কে সাধারণ সম্পাদক, ডাঃ আবুল কাশেম যুগ্ম সম্পাদক সম্পাদক, বাদশা মিয়া সহ সাধারণ সম্পাদক, আব্দুল গফুর রানা কোষাধ্যক্ষ , কবির আহাম্মদ সহ কোষাধ্যক্ষ, নুর হোছন ( সোনামীয়া) সাংগঠনিক সম্পাদক, নুর জামাল সহ সাংগঠনিক সম্পাদক, রশিদুল ইসলাম দপ্তর, নুর আলম সহ দপ্তর, সাদ্দাম হোছেন জিকু কে প্রচার ও আব্দুল্লাহ কে সহ প্রচার এবং শাহাব উদ্দীন, জুহুর আলম, জয়নাল উদ্দীন, সরওয়ার কামাল (কাদেরী), শাহাব মিয়া, মোহাম্মদ আমীন, মিলন চর্মা, শব্বির আহাম্মদ কে নির্বাহী সদস্য করে ২৩ সদস্য কমিটির একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে । যাহার উপদেষ্টা কমিটিতে আছেন, হেলাল উদ্দীন (শফিক আহাম্মদ মার্কেট) গিয়াস উদ্দিন, (মাদ্রাসা মার্কেট) মুফিজুর রহমান কাজল ( নজির আহাম্মদ মার্কেট) উদ্দীন ( হাজী ছালেহ আহাম্মদ মার্কেট) মৌলাঃ বেলাল উদ্দীন ( মাদ্রাসা মার্কেট) মাঈন উদ্দীন ( ছালেঃ মার্কেট)নুর আলম (নিজ মার্কেট) এবং আবুল হোছন (মাদ্রঃ মার্কেট পশ্চিম)।
পরে সকল দোকান, কাচা মাছ,তরকারি সহ বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বসে বাকী কমিটির সদস্য পুরন করা হবে বলে জানা গেছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com