মোঃ আরাফাত সানী ::কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার মাদক আইস, ইয়াবা ও টাকাসহ এক শীর্ষ নারী মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে।
রবিবার (০৭ নভেম্বর ) রাতে অভিনয় চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নারী পুরাতন রোহিঙ্গা গোল ফরাজ (৩৫), তার পিতার নাম আলি হোসেন। সে টেকনাফের পৌরসভার নতুন পল্লান পাড়া ইসলামাবাদ এলাকার বসবাসরত পুরাতন রোহিঙ্গা শীর্ষ মাদক কারবারি মালেক মিস্ত্রির স্ত্রী।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. খোরশেদ আলম ও এস আই রফিক এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নতুন পল্লান পাড়া এলাকায় আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস মাদক, ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত সাড়ে পাঁচ হাজার নগদ টাকাসহ পুরাতন রোহিঙ্গা ও মাদক কারবারি মালেক মিস্ত্রির স্ত্রী মাদক সম্রাজ্ঞী গোল ফরাজ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ যে, পুরাতন রোহিঙ্গা মাদক কারবারি মালেক মিস্ত্রি ও তার স্ত্রী গোল ফরাজ দীর্ঘ দিন মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। দীর্ঘ দিন তারা মাদক ব্যবস্যা করত। তার স্বামী মালেক এ সময়ের রিক্সা চালাক থেকে আঙুল ফুলে কলা গাছ হয়ে নামে বেনাবে অঢেল সম্পত্তির মালিক বনে যায়। তাদের রয়েছে একটি বিশাল সিন্ডিকেট। তাকে আটক করা হলে ঐ এলাকার শীর্ষ মাদক কারবারিদের তথ্য বেরিয়ে আসবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com