সংবাদ দাতা।
কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত আজিজুর রহমানের পুত্র আব্দুর রহমান গং দের আদালতের নোটিশ দেয়ায় কে কেন্দ্র করে বাদি মোঃ ইসলাম কে প্রাণ নাশের হুমকি, তাহার কুঁড়ে ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে মোঃ ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে,
সাবরাং মুন্ডার ডেইল ১ নং ওয়ার্ডে বর্তমানে খোনকার পাড়ার ৫ নং ওয়ার্ডের টেকনাফ সদর ইউনিয়ন রেজিঃ দলিল নং ২৮৭৯, তারিখ ২০/১১/২০২১ ইং মূলে ক্রয় করিয়া আমলে দখলে নিয়া তথায় গৃহ নির্মাণ করে ভোগ দখল করিয়া আসিতেছি । উক্ত জমির খাজনা পরিশোধ করার জন্য স্থানীয় তহশীল অফিসে যাইয়া খাজনা দেয়ার সময় স্থানীয় তহশীলদার উল্লেখিত জমি উপরোক্ত ১ নং হইতে ৩ নং বিবাদী সহ আরো অন্যান্য জনের নামে দিয়ারা লিপি হইয়াছে মর্মে খাজনা নিতে অনিহা প্রকাশ করিলে ইহার রেকর্ড সংশোধন করার জন্য আমার স্ত্রী ফাতেমা খাতুন বিজ্ঞ সহকারি জজ আদালত টেকনাফ কক্সবাজারে একখানা মামলা করে । যাহার মামলা নং অপর ০৪/২০২১ইং বিজ্ঞ আদালতের নির্দেশে জারীকারক আসিয়া ঘটনার আগের দিন বিবাদীগণ সহ অন্যান্য জনের নিকট নোটিশ প্রদান করিলে আসামীরা ক্ষিপ্ত হইয়া আমাকে এবং আমার স্ত্রী কে মারধর করে ও প্রাণ নাশের হুমকি এবং ঘর বাড়ি জ্বালাইয়া দিয়া জমি হইতে উচ্ছেদ করিয়া দিবে বলে হুমকি ধমকি দেয়। শুধু তা নয় গত ২৯/৮/২০২১ তারিখ বিবাগত রাতে অনুমানিক ১১ঘটিকর সময় বিবাদী গণ আমার বাড়ি এসে আমি ও আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করে বিভিন্ন হুমকি ধমকি দেয়। তাই আমি থানায় হাজির হইয়া একটি অভিযোগ দায়ের করিলাম। ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com