নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মো. নাছির উদ্দিন। জনপ্রিয়তার শীর্ষে থাকা নাছির দ্বিতীয়বারের মতো মেম্বার নির্বাচিত হলেও তার বিপরীত প্রার্থী আমিন উল্লাহর সন্ত্রাসী বাহিনী নাছিরের সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর, ঘরবন্দি করে রাখার অভিযোগ করেছেন।
শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাছির। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন প্রশাসনের সামনে আমার ছেলেসহ কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আমার সমর্থকদের উপর হামলা চালায় আমিন উল্লার সন্ত্রাসীরা। সেসব হামলা-হুমকি উপেক্ষা করে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু সেই জনগণকেও এখন হামলার শিকার হতে হচ্ছে।
তিনি আরও জানান, আমিন উল্লার সন্ত্রাসী বাহিনী চারটি বাড়িতে ভাংচুর চালিয়ে আজকে। অনেক সমর্থককে ঘর থেকে বের হতে দিচ্ছে না। আমি এলাকায় শান্তি চায়। জনগণকে শান্তিতে রাখতে চায়। তাই আমান উল্লাহ সাহেবকে বলবো আপনারা সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। জনগণ জেগে উঠলে পিট বাচাতে পারবেন না।
প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে নাছির বলেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আমার অনুরোধ। আপনারা এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com