মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তাহের (১৯) নামে এক রোহিঙ্গা ডাকাত কে অস্ত্রসহ আটক করেছে (এপিবিএন) পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে থেকে সন্ধ্যা সাড়ে পর্যন্ত উনচিপ্রাং ক্যাম্পের পাহাড়ি এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। আটক ডাকাত সেই একই ক্যাম্পের ব্লক ডি ৪, ঘর- ১৫, এফসিএন -২৩৭৬৮৮বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, টানা আড়াই ঘণ্টা উনচিপ্রাং ২২ ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে এপিবিএনের কমান্ডো টিমসহ ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য সকল আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়। বিভিন্ন ব্লকে পাহাড়ের উপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলো তল্লাশিকালীন এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা ডাকাত তাহেরকে আটক করতে সক্ষম হয়। এসময় দেশীয় তৈরি লোহার রড ৫টি, বিভিন্ন সাইজের রাম দা ৮টি ও কাঠের চোকা লাঠি ৪টি উদ্ধার করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com